জেলার খবর

নবাব সিরাজউদ্দৌলার ৯ম রক্তধারা প্রজন্ম নবাবজাদা আলি আব্বাসউদ্দৌলাকে বিশেষ সম্মাননা প্রদান

সিলেট বিভাগের নেতা জনাব অলিউর রহমান চৌধুরী বকুলের বিশেষ নিমন্ত্রণে সুনামগঞ্জ এসেছিলেন বঙ্গতাজ নবাব সিরাজউদ্দৌলার ৯ম রক্তধারা প্রজন্ম বঙ্গরত্ন নবাবজাদা আলি আব্বাসউদ্দৌলা। নবাবজাদা সুনামগঞ্জে অবস্থান কালে শুভাকাংখিদের ভালোবাসায় সিক্ত হন। দেশপ্রেমিদের সাথে কুশল বিনিময় করেন।

এসময় সুনামগঞ্জের ডিজিটাল মিডিয়া নান্দনিক সংলাপকে বিশেষ সাক্ষাৎকার দেন নবাব প্রজন্ম।  সাক্ষাৎকার নেন সুনামগঞ্জের সন্তান সাংবাদিক শামীম আহমদ তালুকদার । সাক্ষাতকারে নবাবজাদা বলেন, বাংলার ঐতিহ্যবাহী দেশপ্রেমী নবাব পরিবার ও বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে দক্ষিন এশিয়ার একটি মহল। এ বিষয়ে বিস্তারিত সব গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন তিনি।

উল্লেখ্য ৩১ শে আগস্ট ২০২৪ তারিখে নবাবজাদা আলি আব্বাসউদ্দৌলা সুনামগঞ্জের বাংলাবাজার শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সেখানে তাঁকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। নবাবজাদার সম্মানে অত্র এলাকার জনপ্রতিনিধি শেখ আবুল হোসাইন চেয়ারম্যান মহোদয়ের বিশেষ আথিতিয়তার আয়োজন করেন। উক্ত আথিতিয়তায় নবাবজাদার সাথে উপস্থিত ছিলেন অলিউর রহমান চৌধুরী বকুল ও তার বিশেষ সহকারী আফজল সহ অন্যান্যরা। ২ দিনের সুনামগঞ্জ সফর শেষে ২রা সেপ্টেম্বর ২০২৪ তারিখ নবাবজাদা ঢাকায় ফিরেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button