বিনোদুনিয়া

নববধূর সাজে যে বার্তা দিলেন অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস নববধূ সাজে ছবি পোস্ট করে নতুন বার্তা দিলেন অনুরাগীদের।

শুক্রবার বিকালে নববধূ সাজে বেশ কয়েকটি ছবি দিয়ে একটি ক্যাপশান দিয়েছেন যেখানে তিনি লিখেছেন, ‘ভালবাসা কোনো বাধা স্বীকৃতি দেয় না। এটি বাধা দিয়ে লাফায়, বেড়া দিয়ে, দেয়াল দিয়ে ঢুকায়, আশা পূর্ণ গন্তব্যে পৌঁছায়।’

ছবিতে তাকে নববধূর সাজে দেখা গেছে। হালকা সোনালি রঙের শাড়ি, সাদা ব্লাউজ এবং মানান সই গহনায় লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন এ সুন্দরী নায়িকা।

ঢালিউড নায়িকা ছবিগুলো পোস্ট করতেই নজর কাড়ে নেটিজেনদের। যা ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে ফেসবুকে।

এদিকে জানা গেছে, অপু বিশ্বাসের এ ছবিগুলো ফটোশুটের। নারায়ণগঞ্জের একটি বিউটি পার্লারের জন্য গৌতম সাহার কৌরিওগ্রাফিতে ফটোশুটে অংশ নিয়েছিলেন তিনি।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, দীর্ঘদিন পরে গৌতম সাহার কোরিওগ্রাফিতে ফটোশুটে অংশ নিলাম। দারুণ শুট হয়েছে। বিশেষ করে আকলিমার মেকআপের প্রশংসা রয়েছে। দূর-দূরান্ত থেকে এখানে সাজতে আসে। মেকআপ-গেটআপ সবমিলিয়ে ভালো একটি ফটোশুট হয়েছে।

প্রসঙ্গত, এই পার্লারে বিদ্যা সিনহা মিম, কেয়া পায়েল, তানজিন তিশা, পারসা ইভানা, শবনম ফারিয়া, দীঘিসহ দেশের জনপ্রিয় শিল্পীরা ফটোশুট করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button