জাতীয়

নবনিযুক্ত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ইতালির প্রেসিডেন্টের শুভেচ্ছা

ইতালির প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলা, নবনিযুক্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে শুভেচ্ছা জানিয়েছেন।

সোমবার (২৪ এপ্রিল) এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে এ শুভেচ্ছা জানান ইতালির প্রেসিডেন্ট।

অভিনন্দন বার্তায় সার্জিও ম্যাটারেলা বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ঢাকা ও রোমের বন্ধুত্ব দৃঢ় বন্ধনে যুক্ত। ইতালিতে বৃহৎ বাংলাদেশি সম্প্রদায়ের অবদান সময়ের সঙ্গে সঙ্গে এ বন্ধনগুলোকে একত্রিত করেছে।

ইতালির প্রেসিডেন্ট বলেন, আমি আত্মবিশ্বাসী যে, আপনার সময়কালে আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার সুযোগ থাকবে। রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের মঙ্গল কামনা করেন তিনি।

সোমবার বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে তাকে শপথ নেন মো. সাহাবুদ্দিন।

Related Articles

Leave a Reply

Back to top button