আন্তর্জাতিক

নতুন সাল ২০২৪ কে স্বাগত জানিয়েছেন দুবাই

সংযুক্ত আরও আমিরাত দুবাই প্রতিবারের মতো এবারেও নতুন সাল ২০২৪ কে স্বাগত জানাতে ব্যপক আয়োজন গ্রহন করেছে।

ওয়ার্ল্ড টলেস্ট বুর্জ খালিফা ও ৭স্টার হোটেল বর্জ আলারাব এবং দুবাই ফ্রেম সহ প্রায় ৪৫টি স্পটে ২০২৪ সালকে স্বাগত জানাতে ফায়ার ওয়ার্কস এর ব্যবস্থা করেন। নতুন বছরকে স্বাগত জানাতে দুবাইতে প্রায় মিলিয়ন টুরিস্ট আগমন ঘটেছে, হুলিউড,বলিউড, ডালিউড অনেক তারকাও এসেছে দুবাই নিউ ইয়ার উদযাপন করতে। প্রায় সব হোটেল এবং রিসোর্ট ফুল ছিলো। দেশটির রাজধানী আবুধাবি ৪০ মিনিট ফায়ার ওয়ার্কস শো করেছে। অন্যান্য দেশীদের সাথে বাংলাদেশীর’ও কম ছিলোনা এই আনন্দে।

দুবাই সিটির রাস্তাঘাট ও ছিলো আনন্দ আর আমেজে আতশবাজিতে ভরপুর।

Related Articles

Leave a Reply

Back to top button