বিনোদুনিয়া

নতুন রূপে সালমান খান

নতুন লুকে ভক্তদের চমকে দিলেন বলিউডের অভিনেতা সালমান খান।

শনিবার সকালে নতুন সিনেমা ‘কাভি ঈদ কাভি দিওয়ালির’ ফার্স্ট লুক ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বলিউড ভাইজান। ক্যাপশনে লিখলেন, ‘আমার নতুন ছবির শুটিং শুরু হলো।’

ছবিতে, হাতে স্টিলের রড, চোখে কালো চশমা, মাথাভর্তি ঝাঁকড়া চুল, সালমানকে যেন চেনাই মুশকিল।

‘কাভি ঈদ কাভি দিওয়ালি’র জন্য, অধীর আগ্রহে সালমান ভক্তরা। ছবিটি প্রকাশের পর সোশ্যাল হ্যান্ডেলে শুভেচ্ছার বন্যা বইছে নেট অঙ্গনে। খবর: এনডিটিভি।

Related Articles

Leave a Reply

Back to top button