আন্তর্জাতিক

নতুন প্রসিকিউটর জেনারেল নিয়োগ দিল ইউক্রেন

আইন প্রণেতা আন্দ্রি কোস্টিনকে, নতুন প্রসিকিউটর জেনারেল নিয়োগ দিয়েছে ইউক্রেন। খবর: এএফপির।

বুধবার দেশটির পার্লামেন্ট, প্রসিকিউটর জেনারেল হিসেবে আইন প্রণেতা আন্দ্রি কোস্টিনকে নিয়োগের অনুমোদন দিয়েছে।

৪৫০ আসনের পার্লামেন্টের ২৯৯ জন সদস্য কোস্টিনের নিয়োগকে সমর্থন করেছেন বলে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেওয়া এক পোস্টে প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে।

কোস্টিন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সার্ভেন্ট অব দ্য পিপল পার্টির সদস্য।

চলতি মাসের শুরুতে প্রসিকিউটর জেনারেল পদ থেকে ইরিনা ভেনেদিকতোভাকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button