নতুন প্রকল্পে টাকা দিতে অস্থির বিশ্বব্যাংক: ওবায়দুল কাদের

পদ্মাসেতু থেকে সরে যাওয়া বিশ্বব্যাংক এখন নতুন প্রকল্পে টাকা দেয়ার জন্য অস্থির হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেতুভবনে মতবিনিময় সভায় তিনি বলেছেন, পদ্মাসেতুর ৭৫ ভাগ কাজ শেষ হয়েছে, ২০২১ সালের জুনেই সেতুটি খুলে দেয়া হবে। পদ্মা সেতু, কর্ণফুলী টানেলসহ বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং সমসাময়িক নানা ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সেতুভবনে মন্ত্রী বলেন, ‘নতুন প্রকল্পে টাকা দিতে বিশ্বব্যাংক এখন অস্থির হয়ে পড়েছে। সংস্থাটি বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পে অর্থায়ন করার প্রস্তাব দিয়েছে বলেও জানান সেতুমন্ত্রী।
পদ্মাসেতুর সার্বিক অগ্রগতি ৭৫ শতাংশ বলেও জানান সেতুমন্ত্রী। এছাড়াও কর্ণফুলী টানেলের কাজ ৪৯ শতাংশ শেষ হয়েছে বলেও জানান তিনি।
বরিশাল ও ভোলা মধ্যে সংযোগ স্থাপনকারী সেতু বাংলাদেশের সবচেয়ে বড় সেতু হবে বলেও জানান ওবায়দুল কাদের।