সাহিত্য ও বিনোদন

নতুন নায়িকা সালমান খানের

মহেঞ্জোদারো খ্যাত পূজা হেগড়ে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন ভাইজানের সঙ্গে।

সালমান ইতিমধ্যেই ঘোষণা করেছেন, আগামী বছর ঈদে এই ছবিটি ভক্তদের উপহার দিতে চলেছেন তিনি।

প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এর আগে ‘হাউজ়ফুল ফোর’-এ পূজাকে নিয়ে কাজ করেছেন। সেখানে তিনি ছিলেন অক্ষয়কুমারের বিপরীতে। এবার সালমানের নায়িকা হিসেবে পূজার উপরে বাজি রেখেছেন সাজিদ। ছবিতে তাকে দেখা যাবে স্মল টাউন গার্ল হিসেবে।

সালমানের প্রচুর অ্যাকশন সিকোয়েন্সও থাকবে এই ছবিতে। আগামী অক্টোবর থেকে শুরু হচ্ছে শুটিং। এ বছর ঈদে আসছে সালমান ও দিশা পাটনি অভিনীত ‘রাধে’।

Related Articles

Leave a Reply

Back to top button