অর্থ বাণিজ্য

নতুন গভর্নর হচ্ছেন আহসান এইচ মনসুর

বাংলাদেশ ব্যাংকের আইন পরিবর্তন করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন অর্থনীতিবিদ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। তিনি সাবেক গর্ভনর আবদুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হবেন।

তবে, বর্তমান আইনে ৬৭ বছরের বেশি বয়সী কারও গভর্নর পদে থাকার সুযোগ নেই। সে কারণে প্রায় ৭৩ বছর বয়সী আহসান এইচ মনসুরকে ওই দায়িত্ব দিতে আইনটি সংশোধন করতে হবে। এ জন্য আইনে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, গভর্নর নিয়োগে বয়সের ঊর্ধ্বসীমা তুলে দেয়ার প্রস্তাব প্রধান উপদেষ্টার বিবেচনার জন্য পাঠানো হচ্ছে। প্রধান উপদেষ্টার অনুমোদন পাওয়া গেলে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতি এ প্রস্তাব অনুমোদন করলে অধ্যাদেশ আকারে তা জারি করা হবে। মঙ্গলবারই এ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলে কর্মকর্তাদের সূত্রে জানা গেছে।

এর আগেও গভর্নর নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন করা হয়েছিল। সাবেক গভর্নর ফজলে কবিরকে আবার নিয়োগ দিতে সংশোধন করা হয়েছিল বাংলাদেশ ব্যাংক আদেশ, যা ছিল দেশের ইতিহাসে প্রথম ঘটনা। আদেশ সংশোধনের পর গভর্নর হিসেবে ২০২০ সালের জুলাই মাসে তাকে দুই বছরের জন্য পুনরায় নিয়োগ দেয়া হয়। তখন বলা হয়, আইন অনুযায়ী ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত তিনি গভর্নর থাকবেন। ফজলে কবিরের ৬৫ বছর পূর্ণ হয়ে যায় ২০২০ সালের ৩ জুলাই। কিন্তু তাকে পুনরায় নিয়োগ দিতে আদেশ সংশোধন করে গভর্নর নিয়োগের সর্বোচ্চ বয়স ৬৭ করা হয়।

প্রসঙ্গত, আহসান এইচ মনসুর কর্মজীবনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেন। পরে ১৯৮১ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে যোগ দেন।

১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত সরকারের আর্থিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

ড. মনসুর প্রাথমিকভাবে ১৯৯১ সালে বাংলাদেশে মূল্য সংযোজন করের সফল প্রবর্তনের সাথে জড়িত ছিলেন।

আইএমএফ থেকে অবসর গ্রহণের পর তিনি বাংলাদেশ পলিসি রিসার্চ ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক এবং নির্বাহী পরিচালক হিসেবে যোগ দেন।

Related Articles

Leave a Reply

Back to top button