নতুন করে সংগীত পরিচালনায় অমিতাভ বচ্চন

বাল্কির নতুন ছবি ‘চুপ’-এ মিউজিক কম্পোজারের দায়িত্ব নিয়েছেন বিগ বি।
‘চিনি কম’, ‘পা’, ‘শমিতাভ’ খ্যাত পরিচালক বাল্কির সঙ্গে অমিতাভের বন্ধুত্ব বহু পুরনো। আগামী ২৩ সেপ্টেম্বর নতুন ছবি নিয়ে আসছেন পরিচালক। ছবির নাম ‘চুপ’। রোমান্টিক সাইকো থ্রিলারের ধাঁচের এ ছবিতেই সঙ্গীত রচয়িতা হিসেবে অমিতাভ বচ্চনের আত্মপ্রকাশ ঘটতে চলেছে।
মুম্বাইয়ের এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক বাল্কি বলেন, অনেকগুলো কারণের জন্য এ ছবি আমার জীবনে বিশেষ। ছবিটির মাধ্যমে সঙ্গীত রচয়িতা হিসেবে আত্মপ্রকাশ ঘটবে অমিতাভের। ছবিটি দেখার পর খুব সহজাত ভাবে নিজের পিয়ানোয় সুর তোলেন বিগ বি। এ সুর তার অনুভূতিরই বহিঃপ্রকাশ। আমার ছবির জন্য বিগ বি’র এই বিশেষ উপহার আমি ভুলবো না।
সানি দেওল, দুলকির সলমন, পূজা ভাটসহ আরও অনেককে দেখা যাবে বাল্কির নতুন এই ছবির মুখ্য চরিত্রে।
এদিকে, দিন দুই আগেই করোনা আক্রান্ত হয়েছেন অমিতাভ বচ্চন।
এই নিয়ে দ্বিতীয়বার করোনা আক্রান্ত তিনি।