রাজনীতি

নতুন আশার মালা গেঁথে এগিয়ে যাবে দেশ: কাদের

দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশের রাজনীতিতে নেতিবাচক ধারার পরিবর্তে ইতিবাচক ধারা ফিরে এসেছে। নতুন বছরে নতুন আশার মালা গেঁথে এগিয়ে যাবে সমৃদ্ধ বাংলাদেশ।’

শুক্রবার (০১ জানুয়ারি) নিজ সরকারি বাসভবনে গণমাধ্যমে দেয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘নতুন বছরে করোনাজনিত নানা খাতে সংকট কাটিয়ে এক উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবে সম্ভাবনার নব দিগন্তে।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘করোনা মহামারিতে থমকে যাওয়া পুরো বিশ্ব নতুন বছরে পাবে করোনামুক্তির মাধ্যমে নতুন জীবনের রূপ।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে সম্ভাবনার নতুন কলি প্রস্ফুটিত হবে বলেও আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।

Related Articles

Leave a Reply

Back to top button