জাতীয়রাজনীতি

‘নতজানু সরকার’ রোহিঙ্গা সংকট সমাধানে ব্যর্থ: মির্জা ফখরুল

নতজানু পররাষ্ট্রনীতির কারণে সরকার রোহিঙ্গা সংকট সমাধান করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৫ আগস্ট) মঙ্গলবার বেলা ১১টায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাজাত শেষে, বাংলাদেশে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা প্রবেশ করা ও আশ্রয় নেয়ার বিষয়ে রোহিঙ্গাদের বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘সরকারের নতজানু পররাষ্ট্রনীতি এবং তাদের দুর্বলতাই রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার ব্যাপারে কোনও কার্য্করী ব্যবস্থা গ্রহণ না করতে পারার জন্য একমাত্র দায়ী।’

সাংবাদিদের উদ্দেশ্যে তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার বিষয়ে মিয়ানমারের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা মিয়ানমারকে সমর্থন দিচ্ছে সেই দুটি দেশ চীন ও ভারত। এই দুটি দেশের সঙ্গে কোনও রকমের সমাধান করার সামর্থ বর্তমান সরকারের নেই।’

বিএনপি মহাসচিব এ প্রসঙ্গে আরও বলেন, ‘এখন পর্যন্ত এই সমস্যাকে কেন্দ্র করে বর্তমান প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের সঙ্গে কোনও সাক্ষাত করেননি, বিশ্ব সফর করেননি এবং জাতিসংঘে সেভাবে গুরুত্বসহকারে বিষয়টা তুলে ধরতে পারেননি। যার কারণে এই রোহিঙ্গা সমস্যার বিশাল একটা বোঝা এদেশের মানুষকে বহন করতে হচ্ছে।’

এ সময় ‘১৫ আগস্ট ও ২১ আগস্ট প্রসঙ্গে’ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘১৫ আগস্ট ও ২১ আগস্টের ঘটনায় জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জড়ানো বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র, যে চক্রান্ত, বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র ও চক্রান্ত তারই একটা অংশ। এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। বারবার এদেশে সত্যিকার অর্থেই যারা মুক্তিযোদ্ধা, যারা দেশকে স্বাধীন করতে চেয়েছেন, যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করেন, যারা নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করেন না, তাদের ওপরই এসব আঘাত এসেছে।’

তিনি বলেন, ‘যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, যেহেতু তিনি এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, যেহেতু এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে সবচেয়ে প্রাধান্য দিয়ে দেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য কাজ শুরু করেছিলেন, সেজন্য তাঁকে পৃথিবী থেকে সরিয়ে দেয়া হয়েছিল। সেই কারণে আজকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে, একটা কনসারটেড ওয়েতে একটা প্রচারণা-প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে, শহীদ জিয়ার চরিত্র নিয়ে অর্থাৎ, মুক্তিযুদ্ধে তাঁর যে ভূমিকা সেটিকে খাটো করে দেখানোর জন্য এবং তাকে এই ১৫ আগস্টের ঘটনার সাথে সম্পৃক্ত করার জন্য।’

Related Articles

Leave a Reply

Back to top button