Leadচট্রগ্রামজেলার খবর

ধ্বংসস্তূপের নাটাই গ্রাম : আগুন-লুটপাটে বর্বরতার জীবন্ত সাক্ষী

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদরের নাটাই গ্রামের সড়ক ধরে হেঁটে যাওয়া পথচারীরা উঁকি দিচ্ছে আশপাশের বাড়িতে। ধোঁয়ার গন্ধে নাক ঢেকে অনেককেই বলতে শোনা যায়, এমন পাষাণ মানুষ হয়? এভাবে মানুষ বাড়িঘর পুড়িয়ে দেয়?

যেন বর্বরতার সাক্ষী হয়ে আছে নাটাই গ্রাম। গত ১৪ মে দুই গোষ্ঠীর দ্বন্দ্বে একজন নিহত হওয়ার পর পুড়িয়ে দেয়া ঘরগুলোতে এখনো ধোঁয়া উড়ছে। আগুন আর লুটপাটের চিহ্ন স্পষ্ট ৩০টিরও বেশি বাড়িতে।

গত ১৪ মে একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নাটাই গ্রাম সাক্ষী হয়ে রইল এমন বর্বরতার। ওই দিন এক গোষ্ঠীর হামলায় আরেক গোষ্ঠীর লোক মারা যাওয়ার পরই প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। গত ২০ মে সরজমিনে ওই সব বাড়িতে গিয়ে ধোঁয়া উড়তে দেখা যায়। তবে ওই সব বাড়িতে কোনো পুরুষ ছিল না। দুটি বাড়িতে গিয়ে নারীদের পাওয়া যায়।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, নাটাই গ্রামের চান্দের গোষ্ঠী ও ছলিম গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে অনেক বছর ধরেই বিরোধ চলে আসছিল। গত ১২ মে রাতে মাদকসেবনকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়ায় ভয়াবহ সংঘর্ষের সূত্রপাত হয় ।

গেল ১৩ মে ফের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। এতে ১৫ জন আহত ও বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এরই জের ধরে ১৪ মে দুপুর ২টার দিকে দুই পক্ষের মধ্যে থেমে থেমে দিনব্যাপী চলে সংঘর্ষ। বিকেল সাড়ে ৫টার দিকে প্রতিপক্ষের হামলায় চান্দের গুষ্টির মিয়াজুল হোসেন আহত হন।

ওইদিন সন্ধ্যা ৭টায় সদর হাসপাতালে মৃত্যু হয় মিয়াজুলের। মৃত্যুর খবরে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। ছলিমের গোষ্ঠীর লোকজনের ওপর প্রতিপক্ষ হামলা চালায়। এ সময় অন্তত ৩০টির মতো বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।


গ্রামবাসী জান্নাতুন সানি বলেন, এমন কোনো জিনিস নেই যে, তারা ঘর থেকে নিয়ে যায়নি। আমাদের পরিবারের কেউ ঝগড়া করেনি। তবু এমন নারকীয় তাণ্ডব চালানো হলো।

সিদ্দিক মিয়া নামের এক বৃদ্ধ আফসোস করে বলছিলেন, আমরা মানুষ হলেও আমাদের মধ্যে মায়া-মমতা নাই। সামান্য বিষয় নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া-মারামারি ও বাড়িঘর ভাংচুরসহ অন্যের সম্পদ নষ্ট করি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন বলেন, পূর্ববিরোধকে কেন্দ্র করে টানা চার দিন সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়। এরপর প্রতিপক্ষের বাড়িতে হামলা ও আগুনের ঘটনা ঘটে। উভয়পক্ষ পৃথক তিনটি মামলা দায়ের করেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা করছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Back to top button