ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন ক্যাথরিন মায়োরগা নামের এক নারী । পরে পর্তুগিজ উইঙ্গারের বিরুদ্ধে নেভাদার ক্লার্ক কাউন্টিতে ধর্ষণ মামলাও দায়ের হয়েছিল।
বছর দুয়েক আগে আলোচিত সেই ধর্ষণ মামলার শুনানি হয়েছিল। কিন্তু মাঝে অনেকদিন এ বিষয়টি নিয়ে আর কোনো খবর শোনা যায়নি। তবে আবারও যুক্তরাষ্ট্রে সেই ধর্ষণ মামলার শুনানি শুরু হতে যাচ্ছে। নেভাদায় ফেডারেল জজের সামনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই শুনানির। যে শুনানিতে উপস্থিত থাকতে হতে পারে রোনালদোকে।
এখনো শুনানির নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। তবে জজ জেনিফার ডোরসি বলেন, ‘দুই পক্ষের যুক্তি-তর্ক শুনেই সিদ্ধান্ত নেয়া হবে। ধর্ষণের অভিযোগ তোলা ক্যাথেরিন মায়োরগার কথাও শোনা হবে। ’
২০১৮ সালে জার্মান ম্যাগাজিন ‘দের স্পিগেল’ সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করে। সেখানেই ক্যাথরিন মায়োরগা নামের এক নারী রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। ম্যাগাজিনে মায়োরগা অভিযোগে জানান, ২০০৯ সালে লাস ভেগাসের পামস প্লেস হোটেলে তাকে ধর্ষণ করেন রোনালদো।



