অপরাধ-আদালত

ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার আসামিকে পুলিশে দিলো হাইকোর্ট

ফারজানা আফরিন:

এক মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আসামির আগাম জামিনের আবেদন খারিজ করে কারাগারে প্রেরণ করেছে হাইকোর্ট।

বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (৫ ডিসেম্বর) এ আদেশ দেন। ওই আসামির নাম মো. আমির হোসেন ওরফে মো. আমির শাহের (৩৫)। ভিকটিমের সাথে ব্যক্তিগত মুহুর্তের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিয়ে ক্রমাগত ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরূদ্ধে। জামিন না মঞ্জুর করে আদালত পুলিশের হাতে তুলে দেয় তাকে।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি। আসামিপক্ষে ছিলেন মো. এমদাদুল হক কাজী।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, ২০১৬ সালে ফেসবুকের মাধ্যমে আমিরের সঙ্গে পরিচয় হয় ওই শিক্ষার্থীর। পরিচয় ঘনিষ্ঠ হলে আসামি ভালোবাসার অভিনয় করে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে তাকে ধর্ষণ করেন। সেই সময় ধারণ করা ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে নানা সময়ে মোট তিন লাখ ২৯ হাজার টাকা আদায় করেন। পরবর্তীকালে বিয়ের প্রস্তাব দিয়ে ২০২২ সালে আবারও ধর্ষণ করেন। পরে তার হাত থেকে বাঁচতে ওই চিকিৎসক বিদেশে চলে যান। এতে ক্ষিপ্ত হয়ে আসামি ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন।

এ ঘটনায় গত ২১ নভেম্বর চকবাজার থানায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১)(২)(৩) ধারায় মামলাটি করা হয়। এ মামলায় মঙ্গলবার আগাম জামিন নিতে এসেছিলেন আসামি আমির। এ সময় তার স্ত্রী আদালতে স্বামীর পক্ষে সাফাই গাইতে গেলে আদালত তাকে ভৎর্সনা করেন এবং তাকে প্রশ্ন করেন ‘ভিকটিমের সাথে যে ঘটনা ঘটেছে তেমন ঘটনা তার সাথে ঘটলে তিনি কি করতেন?’

Related Articles

Leave a Reply

Back to top button