জাতীয়

ধর্ষণবিরোধী জনসচেতনতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ধর্ষণের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবীন ক্যাডার সার্ভিস অফিসারদের জন্য ৭০তম ফাউন্ডেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্ষণের ঘটনা রোধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধন করে ইতোমধ্যে অধ্যাদেশ জারি করেছে সরকার। তাই এসব ঘটনা প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি জনসচেতনতাও তৈরী করতে হবে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন। এছাড়া বিপিএটিসির রেক্টর মো. রাকিব হোসেন ৬ মাসব্যাপী অনুষ্ঠিত হওয়া ফাউন্ডেশনের কোর্সের ফলাফল প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন। এছাড়া অংশগ্রহণকারীরা সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) থেকে এবং সাত বিভাগীয় কমিশনাররা তাদের কার্যালয় থেকে সংযুক্ত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button