জাতীয়

ইকবালসহ চার আসামির ৩ দিনের রিমান্ড

ধর্ম অবমাননার মামলায় ইকবালসহ চার আসামির আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (৩ নভেম্বর) পাঁচ দিনের রিমান্ড শেষে, তাদের আবারও আদালতে তোলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তৃতীয় দফায় পুলিশ আসামিদের পাঁচ দিন করে রিমান্ড চাইলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক চন্দন কান্তি নাথ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৯ অক্টোবর কুমিল্লায় ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার ইকবাল হোসেনসহ চার আসামিকে আদালতে তোলা হয়। সেসময় সিআইডির পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দ্বিতীয় দফায় পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ২৩ অক্টোবর কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন রেখে আসায় অভিযুক্ত ইকবাল হোসেন, ৯৯৯-এ কল করা ইকরাম হোসেন, দারোগাবাড়ি মাজারের দুই সহকারী খাদেমসহ চার আসামিকে প্রথমবার সাত দিনের রিমান্ডে নেয় সিআইডি।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর নানুয়া দিঘির পাড়ে পূজামণ্ডপে কোরআন শরিফ রেখে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়। পরে এ ঘটনার জেরে দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে পড়ে।

Related Articles

Leave a Reply

Back to top button