ক্রীড়াঙ্গন

দ্বিতীয় মেয়াদে হেড কোচের দায়িত্ব নিচ্ছেন হাথুরুসিংহে

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে চন্ডিকা হাথুরুসিংহেকে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ কথা জানিয়েছে।

ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের পদে হাথুরু ইস্তফা দেওয়ার কয়েক ঘণ্টা পর বিসিবির ঘোষণা, আবারও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হলেন চন্ডিকা হাথুরুসিংহে।

জানা গেছে, আগামী ২০ ফেব্রুয়ারি তিনি ঢাকায় আসবেন। দুই বছরের চুক্তি কার্যকর হবে ১ ফেব্রুয়ারি ২০২৩ থেকে। তিন ফরম্যাটেই দায়িত্ব নেবেন দক্ষিণ আফ্রিকার রাসেল ডমিঙ্গোর স্থলাভিষিক্ত হওয়া হাথুরু।

হাথুরুসিংহে দক্ষিণ আফ্রিকান রাসেল ডোমিঙ্গোর স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

বাংলাদেশ দলের হেড কোচ পদে ফেরায় উচ্ছ্বাস প্রকাশ করে হাথুরু বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলকে আবারও কোচিং করানোর সুযোগ পাওয়া আমার জন্য সম্মানের।’

‘আমি যখন সেখানে ছিলাম, বাংলাদেশের মানুষের আন্তরিকতা এবং সংস্কৃতির প্রেমে পড়ে গিয়েছিলাম। আমি সেই খেলোয়াড়দের সঙ্গে আবার কাজ করার এবং তাদের সাফল্য উপভোগ করার জন্য উম্মুখ হয়ে আছি।’

এর আগে, ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত সাকিব-তামিমদের প্রধান প্রশিক্ষক ছিলেন ৫৪ বছর বয়সী এই লঙ্কান। হাথুরুর কোচিংয়ে অবিশ্বাস্য সব অর্জন বাংলাদেশের ক্রিকেটে।

Related Articles

Leave a Reply

Back to top button