খেলা

দ্বিতীয় টেস্টেও বাধা হয়ে এসেছে বৃষ্টি, পিছিয়ে গেল টস

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জিতেছে বাংলাদেশ। বাংলাদেশের সামনে হাতছানি দিয়ে ডাকছে সিরিজ জয়। এখন তাদের উদযাপন আরও বড় করার লক্ষ্য। দ্বিতীয় টেস্টেও শুরুতে অবশ্য বাধা হয়ে এসেছে বৃষ্টি।

রাউয়ালপিন্ডিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে শুক্রবার মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ ও পাকিস্তানের। এই ম্যাচের টস হচ্ছে দেরিতে। বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সম্ভব হয়নি।

গত দুই দিন ধরেই রাউয়ালপিন্ডিতে বৃষ্টি হচ্ছে।

সকালে বৃষ্টি থামার পর পর্যবেক্ষণেও যাওয়ার কথা ছিল আম্পায়ারদের। কিন্তু এর আগেই বৃষ্টি শুরু হয়। টসের সময় অবধিও সেটি চলছিল বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

১৪তম ম্যাচে এসে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্ট হারায় বাংলাদেশ। রাউয়ালপিন্ডিতেই সবশেষ টেস্টে ১০ উইকেটের স্মরণীয় জয় পায় তারা। শেষ ম্যাচে হার এড়ালেই এখন বাংলাদেশ পাবে সিরিজ জয়ের স্বাদ।

সাদা পোশাকের ক্রিকেটে এর আগে কেবল চারটি সিরিজ জিতেছে বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Back to top button