আন্তর্জাতিক

দেড় কোটি টাকায় বিক্রি হলো হুররাম সুলতানের ছবি

নিলামে ১ কোটি ৪৭ লাখ ২৩ হাজার ২১১ টাকায় (১ লাখ ৭৩ হাজার মার্কিন ডলার) বিক্রি হয়েছে উসমানীয় সাম্রাজ্যের সুলতান প্রথম সুলাইমানের স্ত্রী হুররাম সুলতানের একটি দুর্লভ চিত্রকর্ম ।

২৭ অক্টোবর লন্ডনে ‘ইসলামি বিশ্ব ও ভারতের শিল্প’ শিরোনামে চিত্রকর্ম প্রদর্শন করা হয়। সেখানেই হুররামের চিত্রকর্মটি নিলামে বিক্রি হয়।

তুরস্কের সম্প্রচারমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যভিত্তিক সংস্কৃতি বিষয়ক নিলাম প্রতিষ্ঠান সাদেবিস লন্ডনে এই নিলামের আয়োজন করে।

নিলাম কর্তৃপক্ষ জানায়, হুররাম সুলতানের চিত্রকর্মটি ১৬-১৭ শতকের শেষে অঙ্কিত। ইতালীয় শিল্পী টিটিয়ানের এক শিষ্য এই চিত্রটি আঁকেন।

সাদেবিসের ডেপুটি ডাইরেক্টর আলেকজান্দ্রিয়া ইয়াসমিনা রয় বলেন, সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্টের বিখ্যাত স্ত্রী রোক্সেলানা সাধারণ দাসী হিসেবে হেরেমে জীবন শুরু করেন এবং শেষপর্যন্ত দরবারের শীর্ষ ক্ষমতাশালী নারী হিসেবে নিজেকে তুলে নেন। তিনি অবিশ্বাস্য ধরনের অনুপ্রেরণাদায়ক।

পাশ্চাত্যে রোক্সেলানা নামে পরিচিত হুররাম সুলতান। অপরদিকে উসমানীয় সাম্রাজ্যের সুলতান প্রথম সুলাইমান, যিনি ইতিহাসে সুলাইমান আল-কানুনি (আইনদাতা সুলাইমান) নামেও পরিচিত। পশ্চিমা দেশগুলোতে তাকে সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট (মহান সুলাইমান) নামে ডাকা হয়।

 

Related Articles

Leave a Reply

Back to top button