জাতীয়

দেশে বন্যা পরিস্থিতিতে মৃত্যু বেড়ে ১৬৯: স্বাস্থ্য অধিদফতর

স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে জানানো হয়, জুনের শেষ সপ্তাহ থেকে শুরু হওয়া বন্যায় দেশের মোট ১৬০ উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ওইসব অঞ্চলের বন্যা পরিস্থিতি এখনও নাজুক।

এরমধ্যে কুড়িগ্রাম, মাদারীপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর ও নেত্রকোনার মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও আটজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ নিয়ে বন্যায় নিহতে সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬৯ জন।

চলমান বন্যা পরিস্থিতিতে জামালপুরে ২৯, টাঙ্গাইলে ২৮, কুড়িগ্রামে ২২, মানিকগঞ্জে ১৭, লালমনিরহাটে ১৫, গাইবান্ধায় ১৫, সিরাজগঞ্জে ১৪, ঢাকা ও নেত্রকোনায় ৫ জন করে, রংপুর, সুনামগঞ্জ ও মুন্সীগঞ্জে তিনজন করে, নীলফামারী, নওগাঁ ও কিশোরগঞ্জে দুজন করে এবং রাজবাড়ী ও শরীয়তপুরে একজনের মৃত্যু হয়েছে।

বন্যার হাত থেকে জনজীবনকে রক্ষায় সরকার বন্যাকবলিত জেলাগুলোতে ১ হাজার ৫৬৭টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button