মিডিয়াওয়াচ

দেশে ফিরলেন শাকিব খান

৯ মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে পৌনে ১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

গেল বছরের নভেম্বরে পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে, অবশেষে ফিরলেন নিজ দেশে। তাকে স্বাগত জানাতে শাকিবের ঘনিষ্টজনরাসহ উপস্থিত ছিলেন অসংখ্য ভক্ত। বিমানবন্দরে নেমে ভক্তদের ভালোবাসায় সিক্ত হন তিনি। শাকিব খানের দেশে আসার খবরে বিমানবন্দরে আগেভাগেই জড়ো হতে থাকেন তার ভক্তরা। ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে প্রিয় নায়কের নামে স্লোগান দিতে থাকেন তারা।

এ সময় গণমাধ্যমকর্মীদের উদ্দেশে শাকিব খান বলেন, ‘আপনারা সবাই যে আমাকে এতো মিস করেছেন, ভালো বেসেছেন আমি সত্যিই মুগ্ধ। আপনাদের এতো দিন আমি ভীষণ মিস করেছি। আমি বিমানে উঠে কিছুক্ষণ পর পর এয়ার হোস্টেসকে জিজ্ঞেস করছিলাম, আর কতক্ষণ লাগবে। আমি নিজেও আপনাদের সঙ্গে দেখা করার জন্য অস্থির হয়ে ছিলাম।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‌‘আমার সবসময় চেষ্টা ছিল আমাদের বাণিজ্যিক সিনেমাকে বিশ্বের বাজারে কীভাবে প্রতিষ্ঠা করা যায়। আমরা জানি, ভাষা কোনো বিষয় না। আজকে কোরিয়ান ভাষা বিরাট অবস্থানে পৌঁছে গেছে, তামিল ছবি আন্তর্জাতিকভাবে ভালো জায়গায় পৌঁছে গেছে। আমার মূল লক্ষ্য সেটা। এই লক্ষ্য নিয়েই আমি যুক্তরাষ্ট্রে গিয়েছি। আমি একটা সিনেমার মহরত সেখানে করেছি। মাত্র তো দেশে পা রাখলাম, অনেক সুখবর অপেক্ষা করছে।’

এর আগে গতকাল (১৬ আগস্ট) সকালে বিমানে ওঠার আগে শাকিব খান এক পোস্টে আসার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন।

জানা গেছে, মাত্র তিন মাসের জন্য দেশে ফিরছেন শাকিব। নভেম্বরে ফিরে যাবেন আমেরিকা। এ বছর তিনি কাজ করবেন ‘রাজকুমার’ ও ‘মায়া’ নামের নতুন দুটি ছবিতে। এগুলোর প্রযোজক শাকিব নিজেই।

Related Articles

Leave a Reply

Back to top button