জাতীয়

দেশে পৌঁছেছে নতুন উড়োজাহাজ ‘শ্বেতবলাকা’

দেশে পৌঁছেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন উড়োজাহাজ ‘শ্বেতবলাকা’। বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জি-টু-জি ভিত্তিতে কেনা তিনটি ড্যাশ-৮ উড়োজাহাজের তৃতীয় উড়োজাহাজ এটি।

শুক্রবার (৫ মার্চ) বিকেল ৫টা ৩৬ মিনিটে উড়োজাহাজটি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বলে জানা গেছে।

বিমান সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উড়োজাহাজের নাম রেখেছেন ‘শ্বেতবলাকা’। নতুন কেনা তিনটি ড্যাশ-৮ উড়োজাহাজের প্রথমটি ‘ধ্রুবতারা’ ২০২০ সালের ২৭ ডিসেম্বর বিমান বহরে যুক্ত হয় এবং গত ২৪ ফেব্রুয়ারি দেশে পৌঁছেছে দ্বিতীয় উড়োজাহাজ ‘আকাশ তরী’।

‘শ্বেতবলাকা’ নাম নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন উড়োজাহাজটি বহরে যুক্ত হওয়ার পর উড়োজাহাজের সংখ্যা হবে ২১টি। এরমধ্যে ১৬টি নিজস্ব এবং পাঁচটি লিজ।

Related Articles

Leave a Reply

Back to top button