জাতীয়

দেশে ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত প্রায় ১১ লাখ শিশু

দেশে ৫ থেকে ১৭ বছর বয়সী ৩৫ লাখ শ্রমজীবী শিশু রয়েছে। এর মধ্যে প্রায় ১৮ লাখ শিশুশ্রমে রয়েছে। আর ১০ লাখ ৭০ হাজার শিশু আছে ঝুঁকিপূর্ণ শ্রমে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জাতীয় শিশুশ্রম জরিপ-২০২২ প্রকাশ করেছে। সেখানে এ তথ্য উঠে এসেছে।

জাতীয় শিশুশ্রম জরিপ ২০২২ এ দেখা গেছে, পল্লী এলাকায় ২৭ লাখ শ্রমজীবী শিশু রয়েছে এবং শহরাঞ্চলে রয়েছে ৮ লাখ। শিশুশ্রমে নিয়োজিত শিশুর সংখ্যা পল্লী এলাকায় ১৩ লাখের বেশি এবং শহরাঞ্চলে সাড়ে ৪ লাখ।

অন্যদিকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে নিয়োজিত শিশুর সংখ্যা পল্লী এলাকায় ৮ লাখের বেশি এবং শহরাঞ্চলে প্রায় আড়াই লাখ।

জরিপের তথ্য অনুযায়ী, ৫-১৭ বছর বয়সী মোট শিশুর সংখ্যা প্রায় ৪০ লাখ। যেখানে ৫ থেকে ১১ বছর বয়সী ৫৫ দশমিক ২ শতাংশ।

জাতীয় শিশুশ্রম জরিপের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তুওমো পাউটিয়াইনেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মিজানুর রহমান।

Related Articles

Leave a Reply

Back to top button