করোনাজাতীয়

দেশে করোনায় আরও ৫০ মৃত্যু, শনাক্ত ২৯২৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫০ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মোট মৃত্যু সংখ্যা দুই হাজার ৬৬৮ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৯২৮ জন। এ পর্যন্ত মোট ২ লাখ ৭ হাজার ৪৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় এক হাজার ৯১৪ সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট এক লাখ ১৩ হাজার ৫৫৮ জন সুস্থ হয়েছেন।

সোমবার (২০ জুলাই) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৩২৯টি এবং পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৩৬২টি। মোট ১০ লাখ ৪১ হাজার ৬৬১টি নমুনা পরীক্ষা হয়েছে। মোট শনাক্তের হার ১৯ দশমিক ৯২ শতাংশ। সুস্থতার হার ৫৪ দশমিক ৭৪ শতাংশ।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের ৩৫ জন পুরুষ এবং ১৫ জন নারী। তাদের ৪২ জন হাসপাতালে এবং ৮ জন বাড়িতে মারা গেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button