করোনাজাতীয়

দেশে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত ১ জন: ডা. ফ্লোরা

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। নতুন আক্রান্ত ব্যক্তি একজন মহিলা।

এই সময়ে অর্থাৎ গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৪ জন সুস্থ হয়েছেন। তাদের মধ্যে তিনজনই ষাটোর্ধ্ব বয়সী। একজন চিকিৎসাকর্মী ও একজন নার্স রয়েছেন। সব মিলিয়ে এখন সুস্থ ব্যক্তিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে।

বর্তমানে ৩৬ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেয়া হয়েছে। এখন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৩২ জন। এছাড়া মোট আইসোলেশনে আছেন ৬২ জন।

সোমবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টায় করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত ব্রিফিংয়ে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন।

আইইডিসিআর পরিচালক বলেন, ‘যতদিন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত রেখে সংক্রমণ শূন্যের কোঠায় না আসতে ততদিন সামাজিক বিছিন্নকরণ প্রক্রিয়ায় সবাইকে অংশগ্রহণ করতে হবে। ধরে নেয়া যাবে না আমরা ঝুঁকিমুক্ত। যাদের অনুরোধ করছি, তারা ঘরে থাকবেন। সবাইকে আমি আবারও অনুরোধ করবো, আপনারা ঘরে থাকবেন। আপনাদের ঘরের ভেতরে থাকা অত্যন্ত জরুরি।’

তিনি বলেন, ‘উপসর্গ থাকলে সরাসরি হাসপাতালে না গিয়ে আইইডিসিআরের হটলাইন নম্বরে যোগাযোগ করুন। এছাড়াও ই-মেইল ও ফেসবুকের মাধ্যমেও কেউ জানাতে পারেন।’

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৫৩ নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত সর্বমোট ১৩৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button