জাতীয়

দেশে আরও ৩ জন করোনায় আক্রান্ত, মোট ৮: ডা. ফ্লোরা

জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, দেশে নতুন করে আরও তিন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মহাখালীর আইইডিসিআর-এর কার্যালয়ে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

ডা. ফ্লোরা বলেন, ‘দেশে এখন মোট করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৮ জন। নতুন করে আক্রান্তদের মধ্যে ২ শিশু রয়েছে। দেশে ফেরা এক প্রবাসীর মাধ্যমে তারা আক্রান্ত হয়েছে।’

আইইডিসিআর পরিচালক বলেন, ‘আক্রান্ত ৮ জনের মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন। ৫ জন আছেন হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ শিশুসহ ৩ জন আক্রান্ত হয়েছেন। ওই দুই শিশুর বয়স ১০ বছরের নিচে। তারা একটি উপজেলা পর্যায়ে থেকে এসেছে। বিদেশফেরত একজনের মাধ্যমে তারা আক্রান্ত হয়েছে।’

এ সময় তিনি অভিযোগ করেন, করোনা আক্রান্ত হয়ে বিদেশফেরতদের অনেকেই কোয়ারেনটাইনের নিয়ম মানছেন না। ডা. ফ্লোরা বলেন, ‘কোয়ারেনটাইনে থাকা ব্যক্তিরা অত্যাবশ্যকীয় কারণ থাকলে যেমন চিকিৎসা, পরীক্ষা ইত্যাদি ক্ষেত্রে স্থানীয় প্রশাসনকে জানিয়ে বাড়ির বাইরে যেতে পারেন। তবে কন্ট্রোল রুমের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে।’
ডা. ফ্লোরা আরও বলেন, ‘কারও যদি সন্দেহ হয় যে সে করোনা ভাইরাস আক্রান্ত তবে তাকে আইইডিসিআরে আসতে হবে না। আইইডিসিআর নিজেই ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে নিয়ে আসবে। এক্ষেত্রে সবাইকে হটলাইন নম্বরের সহায়তা নিতে হবে।’

Related Articles

Leave a Reply

Back to top button