জাতীয়

দেশে আরও ২০০ টন তরল অক্সিজেন এলো ভারত থেকে

ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে গতকাল সোমবার বিকেলে আরও ২০০ টন তরল অক্সিজেন দেশে পৌঁছেছে।

কাস্টমসের রাজস্ব পরিশোধ করে মঙ্গলবার (১০ আগস্ট) ভোরে অক্সিজেনবাহী ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনটি বেনাপোল ছেড়ে সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে গেছে বলে জানিয়েছেন বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান।

স্টেশন মাস্টার জানান, জুলাই মাসে তিন চালানে অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে ৬০০ টন এবং চলতি মাসে তিন চালানে ৬১৬ টন মেডিকেল অক্সিজেন দেশে এসেছে। ১ হাজার ২১৬ টন তরল অক্সিজেন আমদানিতে ১৪ লাখ টাকার রাজস্ব আয় হয়েছে।

সাইদুজ্জামান জানান, অক্সিজেনবাহী ট্রেনটি ভারতের টাটানগর থেকে ছেড়ে এসে পেট্রাপোল স্থলবন্দর দিয়ে গতকাল বিকেলে বেনাপোল স্থলবন্দরে পৌঁছায়। কাস্টমসের রাজস্ব পরিশোধ করে আজ খুব ভোরে ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।

Related Articles

Leave a Reply

Back to top button