বিনোদন

দেশের শতাধিক প্রেক্ষাগৃহে শাকিব-বুবলীর ‘লিডার, আমিই বাংলাদেশ’

ঈদে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন সুপারস্টার শাকিব খান। এবারের ঈদেও তার ব্যতিক্রম হয়নি। শবনম বুবলীর সঙ্গে জুটি বেঁধে এবার তিনি হাজির হচ্ছেন ‘লিডার, আমিই বাংলাদেশ’ নিয়ে।
এরই মধ্যে মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার। পাশাপাশি দুটি প্রকাশিত গান নিয়ে চলছে নানা রকম আলোচনা।
বেশ কিছু দিন আগে সিনেমাটির হলসংখ্যা কেমন হতে পারে তা নিয়ে ধারণা দিয়েছিলেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। সে সময় জানা গিয়েছিল, ঈদে সারা দেশে ১০০টি হলে সিনেমাটি মুক্তি পাবে। তবে আজ (২০ এপ্রিল) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, পূর্বঘোষণা অনুযায়ী মোট ১০০টি হলেই এবারের ঈদে সিনেমাটি দর্শক উপভোগ করতে পারবে।
প্রসঙ্গত, সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। এতে শাকিব খান, বুবলীর পাশাপাশি আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, এল আর সীমান্ত, সুব্রত প্রমুখ। সিনেমাটির ডিস্ট্রিবিউশন করবে টিওটি ফিল্মস।

Related Articles

Leave a Reply

Back to top button