জাতীয়শিক্ষা-স্বাস্থ্য

দেশের তিন বিভাগের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

ঘুর্ণিঝড় সিত্রাং এর কারণে চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

ঘুর্ণিঝড় কবলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ সোমবার রাতে শিক্ষা মন্ত্রনালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ও বন্ধ থাকবে।

এ ছাড়া সিত্রাংয়ের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মঙ্গলবার (২৫ অক্টোবরের) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত অফিস আদেশে এ ঘোষণা দেওয়া হয়েছে।স্থগিত এসব পরীক্ষার সংশোধিত সময়সূচি শিগগিরই জানানো হবে।

Related Articles

Leave a Reply

Back to top button