রাজনীতি

দেশিয় চিকিৎসা ব্যবস্থায় খালেদার আস্থা না থাকাটা বিব্রতকরঃ চিফ হুইপ

দেশিয় চিকিৎসা ব্যবস্থায় বেগম খালেদা জিয়ার অাস্থা না থাকার বিষয়টি অপমানজনক বলে মনে করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শিবচরের চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে ‘মুজিব বর্ষ’ উপলক্ষে বাংলাদেশ নিউট্রিশন অ্যান্ড ডায়াবেটিকস ফোরাম ও ঢাকাস্থ শিবচর উপজেলা সমিতির আয়োজনে অনুষ্ঠিত বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের হাজার হাজার মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সুচিকিৎসা পাচ্ছেন অথচ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখানে চিকিৎসা নিতে চান না মন্তব্য করে চিফ হুইপ বলেন, চিকিৎসা একটি আস্থার ব্যাপার। কিন্তু নেতা কর্মীদের মধ্যে যদি আস্থা না থাকে তাহলে আমাদের কার্যক্রম ব্যাহত হবে।

খালেদা জিয়া তিন বার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি যদি দেশের চিকিৎসা সেবার ওপর আস্থা না রাখেন তাহলে সাধারণ মানুষ কিভাবে আস্থা রাখবে, এমন প্রশ্নও তোলেন তিনি।

হুইপ আরও বলেন, গতকাল হাইকোর্টের একটি রায়ে আপনারা দেখেছেন- আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিএসএমএমইউ-তে চিকিৎসা নিতে চান না। এটা কিন্তু আমাদের চিকিৎসাব্যবস্থা এবং চিকিৎসকদের অপমান করা।

দিনব্যাপী চিকিৎসা কার্যক্রমে প্রায় ১ হাজার রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা, পুষ্টিসেবা, ডায়বেটিস পরীক্ষা, চোখ পরীক্ষা, হাড় ক্ষয় পরীক্ষাসহ ওষুধ বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button