রাজনীতি

দেশব্যাপী বিএনপির সমাবেশ আজ

আজ বুধবার (২৫ জানুয়ারি) যুগপৎ আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সারাদেশে জেলা ও মহানগরে সমাবেশ করবে বিএনপি।

‘গণতন্ত্র পুনরুদ্ধার’সহ ১০ দফা দাবিতে দেশব্যাপী এই কর্মসূচি অনুযায়ী, আজ বুধবার বেলা ২টায় রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সমাবেশ করবে দলটি। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিশেষ অতিথি থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস ও বেগম সেলিমা রহমান।

সেসঙ্গে সারাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া আজকের এ সমাবেশে বরিশালে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়; চট্টগ্রাম থাকবেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী; রাজশাহী থাকবেন স্থায়ী কমিটির ইকবাল হাসান মাহমুদ টুকু; গাজীপুর থাকবেন ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু; কুমিল্লায় থাকবেন ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান; সিলেটে থাকবেন ভাইস চেয়ারম্যান ডা. এ. জেড. এম জাহিদ হোসেন।

ময়মনসিংহে থাকবেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু; রংপুরে থাকবেন ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, খুলনায় থাকবেন ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী; নারায়ণগঞ্জে থাকবেন যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং ফরিদপুরে থাকবেন যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

একই দাবিতে বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। বিকেল ৩টায় রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে সমাবেশ করবে ১২ দলীয় জোট।

বেলা ২টায় কাওরানবাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিস সামনে সমাবেশ করবে এলডিপি।

বেলা ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে সমমনা জাতীয়তাবাদী জোট।

বেলা ১১টায় মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।

এবং বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে বাম গণতান্ত্রিক ঐক্য।

Related Articles

Leave a Reply

Back to top button