
এক মাস সিয়াম সাধনার পর আজ সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ। রাজধানী ঢাকাসহ সারা দেশে ছড়িয়ে পড়েছে ঈদের আবহ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়তে মুসল্লির ঢল নেমেছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৭টায় প্রথম জামাত শুরু হয়ে শেষ হয়েছে ৭টা ১১ মিনিটে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ পড়তে ভোর থেকে মুসল্লিরা বায়তুল মোকাররমে আসতে শুরু করেন।
প্রতিবছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের তথ্যানুযায়ী, বায়তুল মোকাররমে সকাল ৭, ৮, ৯ ও ১০ ও ১০টা ৪৫ মিনিটে ঈদের জামাত হবে।
ঈদের প্রথম জামাত সকাল ৭টায় হয়েছে। এতে ইমামমতি করেন বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির হিসেবে ছিলেন মসজিদের মুয়াজ্জিন ক্বারী মো. ইসহাক। এছাড়াও রাজধানী দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
দেশের জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায়। ঈদের নামাজের মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
জাতীয় ঈদগাহের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতারা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ সর্বস্তরের হাজারো মানুষ নামাজ আদায় করেন। ঈদের জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন।
এর আগে সকাল সাড়ে সাতটার দিকে জাতীয় ঈদগাহ ময়দানে সরেজমিনে দেখা যায়, নামাজ আদায়ের জন্য ঈদগাহের মূল ফটকের সামনে মানুষের সারি। হাজারো মুসল্লি সারিবদ্ধভাবে মুসল্লিরা ঈদগাহে ঢুকছেন। নামাজের নির্দিষ্ট সময়ের আগেই জাতীয় ঈদগাহ পরিপূর্ণ হয়ে যায়।
রাজধানীর শেওড়াপড়া মসজিদে সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেখানে মসজিদে মুসল্লিদের স্থান সংকুলান না হওয়ায় পাশের সড়কে অবস্থান নিয়ে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। ঈদের নামাজ শেষে পিতামাতাসহ যারা কবরবাসী হয়েছেন তাদের জন্য বিশেষ দোয়া করা হয়।
এছাড়াও মুসল্লিম উম্মাহর শান্তি ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।