দেশকে ‘জাহান্নাম বানিয়ে ফেলেছেন’ বলা সেই বিচারপতিকে প্রধান বিচারপতির খাস কামরায় তলব
৫ দিন পর নিয়মিত অবসরে যাবার কথা তার

ফারজানা আফরিন:
‘দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’- এমন মন্তব্য করায় হাইকোর্ট বিভাগের বিচারপতি এমদাদুল হক আজাদকে ডেকে কথা বলেছেন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারপতিরা। মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে প্রধান বিচারপতির খাস কামরায় তাকে ডেকে পাঠানো হয়।
সুপ্রিমকোর্ট প্রশাসন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিচারপতি এমদাদুল হক আজাদকে কথাবার্তায় আরও যত্নশীল হতে বলা হয়েছে। এসময় প্রায় ১০ থেকে ১৫ মিনিট কথা বলেন তারা।
এর আগে, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, বিচারপতির এ ধরনের মন্তব্য অসাংবিধানিক, অসৌজন্যমূলক ও অসংসদীয়। এ মন্তব্যের মাধ্যমে বিচারক শপথভঙ্গ করেছেন বলেও অভিহিত করেন তিনি। এ সময় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির কাছে সুপারিশ করেন তিনি। ওই বিচারকের প্রতি প্রশ্ন রেখে অ্যাটর্নি জেনারেল বলেন, অনেক চক্রান্ত রয়েছে বিচার বিভাগ নিয়ে। তিনি (হাইকোর্টের বিচারক) কাকে লাভবান করার জন্য এ ধরনের মন্তব্য করেছেন সেটি বিবেচনার বিষয়।
উল্লেখ্য যে, আর পাঁচদিন পরেই বিচারপতি এমাদাদুল হক আজাদের নিয়মিত অবসরে যাবার কথা রয়েছে।