জাতীয়

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাথে ডব্লিউএফপি এর চুক্তি স্বাক্ষরিত

ইমার্জেন্সি মাল্টি সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের জন্য, বিশ্বব্যাংকের অর্থায়নে  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
সরকারের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ্ কামাল এবং বিশ্ব খাদ্য কর্মসূচি এর পক্ষে কান্ট্রি ডিরেক্টর  রিচার্ড  রগান (Richard Ragan) এই চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান, এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোহসীন, প্রকল্প পরিচারক মোঃ আলতাফ হোসেন এবং বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং থেমবন (Mercy Miyang Tembon) উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, প্রকল্পটির আওতায় জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে WFP কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। মোঃ সেলিম হোসেন সিনিয়র তথ্য অফিসার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

 

Related Articles

Leave a Reply

Back to top button