দুর্দান্ত ব্যাটিং-বোলিংয়ে ৮ উইকেটে শ্রীলঙ্কাকে হারালো আফগানিস্তান

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে আফগানিস্তান।
শনিবার (২৭ আগস্ট) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে, লঙ্কানদের দেয়া ১০৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে মাত্র ১০.১ ওভারেই জয় নিশ্চিত করে ফেলেছে আফগান বাহিনী।
রান তাড়া করতে নেমে হযরতউল্লাহ জাজাঈ ও রহমানউল্লাহ গুরবাজের উদ্বোধনী জুটিতে ৯৪ রান তোলে আফগানিস্তান। গুরবাজ ১৮ বলে ৪০ রান করে হাসারাঙ্গার শিকার হন। আফগানরা দ্বিতীয় উইকেটটি যখন হারায় তখন জয়ের জন্য তাদের আর দরকার ছিল ৩ রান। দলকে জয় এনে দিতে শেষ পর্যন্ত জাজাঈ ৩৭ রানে অপরাজিত ছিলেন। নাজিবউল্লাহ জাদরান করেন ২ রান।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে শ্রীলংকা। ম্যাচের পুরোটাই ছিল আফগান বোলারদের দাপট। শেষ পর্যন্ত সেই দাপটের মুখে শ্রীলংকা ২ বল বাকি থাকতেই ১০৫ রান করে অলআউট হয়ে যায়।
আফগানিস্তানের হয়ে ৩টি উইকেট নেন ফজল হক। ২টি করে উইকেট নেন মুজিব উর রহমান ও নবি। একটি উইকেট পান নাভিন উল হক।
সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা: ১০৫/১০ (১৯.৪ ওভারে) আফগানিস্তান: ১০৬/২ (১০.১ ওভারে) ফল: ৮ উইকেটে জয়ী আফগানিস্তান।



