ক্রীড়াঙ্গন
দুবাই পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

মধ্য এশিয়ার দেশ সংযুক্ত আরব আমিরাতে ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বরের পর্যন্ত চলবে ২০২২ সালের এশিয়া কাপ। এ প্রতিযোগিতাকে সামনে রেখে দুবাই পৌঁছেছে সাকিব আল হাসানের দল।
বুধবার (২৪ আগস্ট) এক ভিডিওবার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের অফিসিয়াল ফেসবুক পাতা থেকে এক ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে ক্যাপশনে লেখা, ‘বাংলাদেশ ক্রিকেট দল দুবাইয়ে পৌঁছাচ্ছে।’
ভিডিওতে দেখা যায়, একে একে হেঁটে আসছেন লাল-সবুজের দলের ক্রিকেটার থেকে শুরু করে সাপোর্ট স্টাফরা।
মঙ্গলবার বিকালে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। তবে ভিসা জটিলতায় এ সফরে দলের সঙ্গী হতে পারেননি ওপেনার এনামুল হক বিজয় ও পেসার তাসকিন আহমেদ।
জানা গেছে আজ বুধবার দুবাইয়ের বিমান ধরবেন তারা।