রাজকূট

দুদকের মামলায় লতিফ সিদ্দিকীর জামিন।

বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে পাঁচ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
লতিফ সিদ্দিকীর জামিন আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
প্রসঙ্গত, ২০১৭ সালের ১৭ অক্টোবর রাতে দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে আদমদীঘি থানায় লতিফ সিদ্দিকীসহ দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয় যে, পাটকলের প্রায় আড়াই একর জমি দরপত্র ছাড়াই বিক্রির মাধ্যমে সরকারের প্রায় ৪০ লাখ ৭০ হাজার টাকা আর্থিক ক্ষতি করেছেন আসামিরা। এ মামলার অন্য আসামি হলেন— ওই জমির ক্রেতা বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার মৃত হারুন-অর-রশিদের স্ত্রী জাহানারা রশিদ। পরে চলতি বছরের ২০ জুন এ মামলায় বগুড়ার আদালতে হাজির হয়ে আবেদন করেও জামিন পাননি তিনি। এরই ধারাবাহিকতায় লতিফ সিদ্দিকী গত ২৬ সেপ্টেম্বর জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।
আদালতে লতিফ সিদ্দিকীর জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী। অন্যদিকে, দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশিদ আলম খান।

Related Articles

Leave a Reply

Back to top button