জাতীয়

দুই সিটিতে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনসহ দেশের বিভিন্ন স্থানে পৌরসভা ও ইউনিয়ন পরিষদে সাধারণ এবং উপ-নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।

আজ শনিবার (৯ মার্চ) সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। চলে বিকাল ৪টা পর্যন্ত। এরপরই শুরু হয়েছে গণনা।

ময়মনসিংহ সিটি করপোরেশনে সাধারণ নির্বাচন ও কুমিল্লা সিটিতে মেয়রের শূন্য পদে অনুষ্ঠিত হয়েছে উপ-নির্বাচন। দুই সিটিতেই ইলেকট্রনিং ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়।

কুমিল্লায় মোট ভোটার ছিল ২ লাখ ৪২ হাজার ৪৫৮। ময়মনসিংহে সিটিতে ভোটার ছিল ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন।

নির্বাচনে গুলির ঘটনাসহ কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে। এসব ঘটনায় ৪৫ জনকে আটক করেছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে ইসি।

Related Articles

Leave a Reply

Back to top button