দুই জঙ্গি পালানোর ঘটনায় তদন্ত কমিটি

আদালত প্রাঙ্গণ থেকে দুই আসামি পালানোর ঘটনায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) একেএম হাফিজ আক্তারকে প্রধান করে ৫ সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার, যুগ্ম কমিশনার (সিটিটিসি), ড. এ এইচ এম কামরুজ্জামান, গোয়েন্দা লালবাগ বিভাগের উপ কমিশনার মশিউর রহমান, ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (সিআরও) ও মো. মুনতাসের রহমান।
রোববার বিকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে ডিএমপি কমিশনারের কাছে প্রতিবেদন দেয়ার কথা বলা হয়েছে।
এর আগে, রোববার দুপুরে পুলিশের চোখে স্প্রে করে প্রকাশক ফয়সল আরেফিন দীপন এবং লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দুই জঙ্গি আবু ছিদ্দিক সোহেল ও মঈনুল হাসান শামীমকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা।
রোববার ১২টার দিকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে দুটি মোটরসাইকেলে করে চারজন লোক এসে পুলিশের চোখে স্প্রে করে তাদের ছিনিয়ে নিয়ে যায়। পালিয়ে যাওয়া জঙ্গি শামীমের বাড়ি সুনামগঞ্জের ছাতকের মাধবপুর গ্রামে। সোহেলের বাড়ি লালমনিরহাটের আদিতমারীর ভেটোশ্বর গ্রামে।