চট্রগ্রামজেলার খবর

বজ্রপাতে দুই উপজেলায় শিশুসহ নিহত ৫

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও আখাউড়ায় বজ্রপাতে এক শিশুসহ ৫ জন নিহত ও এক নারী আহত হয়েছেন। রোববার (১১ মে) বিকেলে দুই উপজেলার পৃথক স্থানে এসব ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন ও আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমিউদ্দিন।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন জানান, রোববার বিকেলে বজ্রপাতে উপজেলায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। এরমধ্যে, গোকর্ণ ভাঙ্গা ব্রিজ এলাকায় শামসুল হুদা (৬৫) নামে এক বৃদ্ধ গরু চড়াতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান। তিনি ওই এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।

অপরদিকে, টেকানগর এলাকায় ধান কাটতে এসে আব্দুর রাজ্জাক (৪০) নামে এক শ্রমিক বজ্রপাতে মারা গেছেন। তার বাড়ি সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামে।

এ ছাড়া উপজেলার ভলাকুটের দূর্গাপুর গ্রামে জাকিয়া বেগম (৮) নামে এক শিশু উঠানে খেলা করার সময় বজ্রপাতে নিহত হয়েছেন। সে তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল। একই গ্রামের হামিদা বেগম (৪৫) নামে এক নারী বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন। তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, উপজেলার ধরখার ইউনিয়নের রুটি নুরপুর এলাকায় জমিতে কাজ করার সময় মোঃ সেলিম মিয়া (৬৪) নামে এক বৃদ্ধ এবং একই ইউনিয়নের বনগজ গ্রামের মো. জমির খান (২২) এক যুবক মারা গেছেন। এ ঘটনায় ২টি গরুও মারা গেছে।

নিউজ নাউ বাংলা/ ১১ মে, ২০২৫/এসি/ জেডআরসি

Related Articles

Leave a Reply

Back to top button