জাতীয়লিড স্টোরি

দীর্ঘ ২৫ বছর পর মিঠামইনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিশোরগঞ্জের মিঠামইনে পৌঁছেছেন।

মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে তিনি সেখানে যান। প্রধানমন্ত্রী দীর্ঘ ২৫ বছর পর হাওর অধ্যুষিত মিঠামইনে গেলেন। সেখানে আয়োজিত এক জনসভায় বক্তব্য দেবেন তিনি।

সফরের শুরুতে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন করবেন। পরে কামালপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম নেবেন। এরপর বিকেল ৩টায় স্থানীয় হেলিপ্যাড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।

দীর্ঘ আড়াই দশক পর প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে গোটা কিশোরগঞ্জে উৎসবের আমেজ বিরাজ করছে। মিঠামইনে নিজ গ্রাম কামালপুরে প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে এক দিন আগেই চলে যান রাষ্ট্রপতি আবদুল হামিদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালে প্রথমবার মিঠামইন সফর করেন। দীর্ঘ সময় পর প্রধানমন্ত্রীর হাওরে আগমনকে ঘিরে পুরো কিশোরগঞ্জ সেজেছে নতুন রূপে। শুভেচ্ছা জানিয়ে নির্মাণ করা হয়েছে কয়েকশ তোরণ। আশপাশের বিভিন্ন এলাকায় রাস্তার দুই পাশে টাঙানো হয়েছে হাজারো ব্যানার-ফেস্টুন। ইটনা, মিঠামইন, অষ্টগ্রামসহ পুরো জেলায় অন্যরকম আবহ বিরাজ করছে।

এ সফর ঘিরে হাওরের বুক চিরে প্রবেশ করেছে হাজার হাজার গাড়ি, যা হাওরবাসী স্বপ্নেও ভাবেনি, তাই হয়েছে হাওরের পথে। এই প্রথম এমন দৃশ্য দেখে এক অন্যরকম উন্মাদনা কাজ করছে হাওরবাসীর মনে।

কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা দলে দলে মিঠামইন হ্যালিপেডে সভাস্থলে যোগ দিচ্ছেন।

Related Articles

Leave a Reply

Back to top button