দিয়ামনি ফাউন্ডেশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকা : মনিরুজ্জামান অপূর্ব’র একমাত্র কন্যা দিয়া জামান সুরমার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৭ মার্চ) রাজধানীর মগবাজারে একটি রেস্টুরেন্টে দিয়া জামান সুরমার অকাল মৃত্যুতে শোক ও স্মরণসভার আয়োজন করে দিয়ামনি ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডিওয়াইডিএফ)।
স্মরণসভায় কোরআনের হাফেজদের মাঝে কোরআন শরীফ, জায়নামাজ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ইফতার বিতরণ করা হয়। এ সময় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব, সাংবাদিক, ওলামায়ে কেরাম, মাদরাসার এতিম শিক্ষার্থী, শিক্ষক ও ফাউন্ডেশনের সদস্যরা।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন দিয়া জামান সুরমার পিতা এবং দিয়ামনি ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্ব ও সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ সভাপতি চিত্রনায়ক ডিএ তায়েব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রিমন মাহফুজ, দৈনিক বাংলাদেশের আলোর সম্পাদক মাহফুজুর রহমান খান বাবু , নিউজনাউবাংলা ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী, এসজি প্রোডাকশনের চেয়ারম্যান মাহবুবা শাহরিন, দি আমব্রেলা ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম, চলচ্চিত্র শিশু শিল্পী টুনটুনিসহ ফাউন্ডেশনের সদস্যরা।
দিয়া জামানের পিতা সাংবাদিক মনিরুজ্জামান অপূর্ব বলেন, দিয়া আমার একমাত্র সন্তান ছিল।মহান রাব্বুল আলামিন দিয়াকে আমাদের ১৪ বছর আগে উপহার দিয়ে ছিল। তার উপহার তিনি আবার নিয়ে গেছেন। এতে আমার কোনো কষ্ট নেই। আমার সন্তানটির জন্য সবাই দোয়া করবেন। যাতে সৃষ্টিকর্তা দিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
তিনি আরো বলেন, আমার সন্তান যাতে আমাদের কর্মকাণ্ডে বেঁচে থাকে, সে জন্য দিয়ার প্রতিষ্ঠিত দিয়ামনি ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠনটি আজ থেকে আমি পরিচালনা করবো। যারা অর্থের অভাবে লেখাপড়া করতে পারে না, তাদের পাশে থাকবে এ ফাউন্ডেশন ।
উল্লেখ্য, অপূর্ব-মনি দম্পতির একমাত্র সন্তান দিয়া জামান সুরমা গত ২৫ জানুয়ারি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে দিয়ার বয়স হয়েছিল ১৪। রাজধানীর একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়তো দিয়া।