অর্থ বাণিজ্য

দারাজ থেকে সরে দাঁড়ালেন মিকেলসেন

ব্যক্তিগত কারণ দেখিয়ে দারাজ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে দাঁড়িয়েছেন বিয়ার্কে মিকেলসেন।
বুধবার (২৪ জানুয়ারি) ই-কমার্স গ্রুপ দারাজ তাদের ওয়েবসাইটে এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
তার জায়গায় লাজাডা গ্রুপের সিইও জেমস ডং বর্তমানে দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত হিসেবে প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করবেন।
দারাজ ও লাজাদা দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সহযোগী প্রতিষ্ঠান।
বিয়ার্কে মিকেলসেন দারাজ গ্রুপের প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার পাঁচটি বাজারে কোম্পানিটি প্রবৃদ্ধি দেখভাল করেন।
তিনি বলেন, আমার উদ্দেশ্য ছিল সবসময়ই দারাজকে এমন একটি ব্যবসায় পরিণত করা, যা বাজারে দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারবে।
তিনি আরও বলেছেন, তিনি আত্মবিশ্বাসী যে নতুন সিইও দারাজ ও এর সহযোগী কোম্পানিগুলোর সমন্বয় আরও বাড়াবে।
দারাজ গ্রুপ ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। এটি তখন থেকে দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যা হাজার হাজার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যবসা প্রসারে সহায়তা করেছে।
ই-কমার্স প্ল্যাটফর্মটি ২০১৫ সালের অক্টোবরে বাংলাদেশে কার্যক্রম শুরু করে।

Related Articles

Leave a Reply

Back to top button