জাতীয়

দাম কমলো ডিজেল-কেরোসিনের

ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৫০ পয়সা কমিয়েছে সরকার। তবে পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত আছে। নতুন এ দাম আগামীকাল শুক্রবার (১ নভেম্বর) থেকে কার্যকর হবে।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জ্বালানি বিভাগ থেকে জ্বালানি তেলের দাম সমন্বয় সংক্রান্ত এ প্রজ্ঞাপন জারি করা হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডিজেল ও কেরোসিন প্রতি লিটারের খুচরা মূল্য ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে দাম ছিল ১০৫ টাকা ৫০ পয়সা।

তবে অকটেনের দাম প্রতি লিটারে ১২৫ টাকা এবং পেট্রোলের দাম ১২১ টাকা অপরিবর্তিত আছে।

Related Articles

Leave a Reply

Back to top button