অর্থ-বাণিজ্য

দশ দিনের মধ্যে পেয়াজের দাম কমবে: বাণিজ্যমন্ত্রী

আগামী দশদিনের মধ্যে পেয়াঁজ সংকট কাটবে বলে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী। সেপ্টেম্বরে ১ লাখ টন দেশে আমদানী হওয়ার কথা ছিলো সেখানে অক্টোবর নাগাদ আসছে মাত্র ২৫ হাজার টন। তাই সংকট তৈরী হয়েছিলো। পাশাপাশি ব্যবসায়ীরাও সংকটের সুযোগ নিয়েছে।
সকালে বাংলাদেশ চেম্বার অব কমার্স বিসি আই আয়োজিত সেমিনার শেষে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি সাংবাদিকদের একথা জানান। মন্ত্রী আরো জানান, পেয়াজ সংকট তৈরির সাথে জড়িত থাকার অভিযোগে আড়াই হাজার লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। সেমিনারে প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সম্বন্বয়ক আবুল কালাম আজাদ ব্যবসা সহজ করন সুচকে ভাল করতে আমলা তান্ত্রিক জটিলতা কমানোর কথা বলেন।জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুইয়া বলেন, আমাদের যে কর জিডিপি রেশিও অনেক কম, ২০৩০ সালের মধ্যে তা ৩০ শতাংশে নিতে হবে। করপোরেট ট্যাক্স গত বছর কমিয়ে ব্যাংকের ক্ষেত্রে সে পরিমান কর আদায় হয়নি। ন্যাশলান ইউন্ডো খোলা হলে হয়তো সমস্যার সমাধান হবে বলে মনে করেন মোশাররফ হোসেন ভুইয়া।
বাংলাদেশ ওম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও সংসদ সদস্য সেলিমা আহমাদ বলেন, শিল্পায়ন করতে জেলা পর্যায়ে ছোট ছোট শিল্প অঞ্চল গড়ে তুলতে হবে,ভাল বলেছেন। রাজনৈতিক নেতারা যেসব সরকারি খাস জমি দখল করে রেখেছে সেগুলো উদ্ধার করে ছোট উদ্যেক্তাদের বরাদ্দ দেবার পরামর্শ দেন তিনি। আমলারা যেন ব্যবসায়ী দের হয়রানি না করে সেদিকে খেয়াল রাখতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button