আন্তর্জাতিক

দল পাল্টিয়ে তালাকের নোটিশ পেলেন বিজেপি নেতার স্ত্রী

দলীয় দ্বন্দ্বে জড়িয়ে পশ্চিমবঙ্গের বিষ্ণপুর আসনের বিজেপির সাংসদ ও দলটির রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ এবং তার স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ তাদের দাম্পত্য জীবন অবসানের দ্বারপ্রান্তে গিয়ে ঠেকেছেন। মূলত সুজাতা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় সৌমিত্র তাকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন। খবর আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি।

স্বামী এক দলে, স্ত্রী আরেক দলে- শুধু ভারত নয়, বিভিন্ন দেশের রাজনীতিতে এমন নজির কম নেই। তবে দল পাল্টানোর কয়েক ঘণ্টার মধ্যেই বিয়ে বিচ্ছেদের নোটিশ পাঠানো সত্যিই নজিরবিহীন। একই সঙ্গে নাটকীয়ও বটে।

স্ত্রীর দলবদলের কারণে কান্নায় ভেঙে পড়ার লাইভ দৃশ্য বাঙালি এর আগে দেখেনি কখনও। সেই সঙ্গে আবেগপ্রবণ বক্তব্যও নজর কেড়েছে সবার। এ ধরনের কথা সাধারণত ঘরেই হয়ে থাকে। সোমবার সুজাতার প্রতি অভিমান দেখিয়ে সংবাদ সম্মেলন করেন সৌমিত্র।

সেখানে বলেন, ‘আমি কি খুব পাপী?’ রাজনীতির জন্য ভালোবাসাকে বিসর্জন দেওয়ার অভিযোগ তুলে কাঁদতে কাঁদতে বলেন, ‘সুজাতা, খুব ভুল করলে।
বলেন, তোমার নামের পাশে পদবিতে খাঁ আর লিখো না, শুধু মণ্ডল লিখো।’

Related Articles

Leave a Reply

Back to top button