ক্রীড়াঙ্গন

দল থেকে বাদ পড়ায় ভারতীয় নারী ক্রিকেটারের বিদ্রোহ!

মার্চে নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই দলে বেশি কিছু তারকা ক্রিকেটারের নাম নেই। স্নেহ রানা, জেমিমা রডরিগেজ, পুনম রাউতের মতো ক্রিকেটাররা জায়গা পাননি সেখানে।

বাদ পড়ে যাওয়ার পর পুনম রাউত এক টুইটবার্তায় বলেন, ভারতীয় দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটার এবং ধারাবাহিক পারফর্মার হয়েও বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ায় আমি ভীষণ হতাশ। ২০২১ সালে ছয় ম্যাচে দুই শতরান ও দুই অর্ধশতরানসহ ৭৩.৭৫-র গড়ে আমি মোট ২৯৫ রান করি। বারবার পারফর্ম করেও এমনভাবে দল থেকে বাদ পড়াটা খুবই হতাশাজনক। তবে আমি হতাশ হলেও বিশ্বকাপে ভারতীয় দলের জার্সি গায়ে যারা মাঠ নামবেন, আমি তাদের সকলকে শুভেচ্ছা জানাতে চাই।’

আলোচিত ওই টুইটবার্তাকে বিদ্রোহ হিসেবে উল্লেখ করেছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম।

হিন্দুস্তান টাইমস এ নিয়ে প্রতিবেদনের শিরোনাম করে ‘ভারতীয় দল থেকে বাদ, টুইটারে বিদ্রোহ করলেন তারকা ব্যাটার’।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৩২ বছর বয়সী পুনম ভারতের হয়ে এখন পর্যন্ত ৭৩টি ওয়ান ডে ম্যাচে ৩৪.৮৩-র গড়ে মোট ২২৯৯ রান করেছেন। তবে ৫০ ওভারের ক্রিকেটে মাত্র ৫৮.২৬-র স্ট্রাইক রেটই সম্ভবত পুনমের কাল হয়ে দাঁড়াল।

আগামী ৬ মার্চ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের মাধ্যমে বিশ্বকাপ শুরু হবে।

Related Articles

Leave a Reply

Back to top button