ক্রীড়াঙ্গন
দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি ভারতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন দেশসেরা এই অলরাউন্ডার।
পাকিস্তান সিরিজের পর দেশে না এসে ইংল্যান্ডে কাউন্টি খেলতে চলে যান সাকিব আল হাসান। সেখানে সারের হয়ে একটি ম্যাচ খেলার পর বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেয়ার কথা থাকলেও তিনি তা করেননি।
ভারতে পা রাখার পরের দিন থেকেই অনুশীলনে ঘাম ঝরাচ্ছে টাইগার ক্রিকেটাররা। কিন্তু ছিলেন না শুধু সাকিব।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে প্রথম টেস্টে নামবে বাংলাদেশ। তাই সবকিছু ঠিক থাকলে বুধবার দলের সঙ্গে অনুশীলনও করবেন সাকিব।