খেলা

দলবদলের প্রথম দিন

প্রথম দিনে ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলে, দল পেয়েছে বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব-১৯ দলের পাঁচ তরুণ।

বিশ্বকাপ জয়ী তরুণদের মধ্যে পেসার তানজিম হাসান সাকিবকে দলে নেয় সবার আগে দলবদল করতে আসা গত দুইবারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। ওপেনিং ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমনকে দলে নেয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাঁহাতি স্পিনার রাকিবুল ইসলামকে দলে নিয়েছে ওল্ডডিএইচএস স্পোর্টিং ক্লাব।

এছাড়া অনূর্ধ্ব-১০ দলের খেলোয়াড়দের মধ্যে দল পেয়েছেন পেসার শরিফুল ইসলাম ও শামিম হোসেন পাটোয়ারি। শরিফুল খেলবেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে। আর প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাব দলে নিয়েছে অলরাউন্ডার শামিমকে।

দলবদলের প্রথম দিনে ক্লাবগুলো অবস্থা:

মোহামেডান স্পোটিং ক্লাব: তাসকিন আহমেদ, আসিফ হোসেন মিতুল, শাকিল হোসেন, মাহমুদুল হাসান লিমন, শামসুর রহমান শুভ, শুভাগত হোম, আব্দুর রাজ্জাক, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী, টিপু সুলতান, রনি চৌধুরী ও জহিরুল ইসলাম অমি।

আবাহনী লিমিটেড: তানজিম হাসান সাকিব, আমিনুল ইসলাম বিপ্লব, রাকিবুল ইসলাম রাজা, আরাফাত সানি, মেহেদী হাসান রানা ও শহিদুল ইসলাম।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: রনি তালুকদার, নাজমুল ইসলাম অপু, রকিবুল হাসান, অমিত মজুমদার, শরিফুল ইসলাম, দেলোয়ার হোসেন, কাজী কামরুল ইসলাম রাব্বি, আরাফাত সানি মৃধা ও আলী মোহাম্মদ ওয়ালিদ।

প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাব: রায়হার উদ্দিন, জয়রাজ শেখ ইমন, শরিফউল্লাহ, শামীম হোসেন ও শফিকুল ইসলাম।

শেখ জামাল স্পোর্টিং ক্লাব: মোহাম্মদ আশরাফুল, সোহরাওয়ার্দী শুভ, আব্দুল হালিম ও সৈকত আলী।

পারটেক্স স্পোর্টিং ক্লাব: রনি হোসেন, শরিফুল ইসলাম, আব্বাস মূসা আলভি, মহিউদ্দিন বেলাল, হাসানুজ্জামান, মোসাদ্দেক ইফতেখার, রাজিবুল ইসলাম, সাহবাজ চৌহান, জনি তালুকদার, নাজমুল হোসেন মিলন, তাসামুল হক ও সাইফুল হায়াত হৃদয়।

খেলাঘর সমাজ কল্যান সমিতি: ইমতিয়াজ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, নূর আলম সাদ্দাম ও সালমান হোসেন ইমন।

Related Articles

Leave a Reply

Back to top button